টোকিও অলিম্পিকে পদকজয়ীদের কোটি কোটি টাকা পুরস্কৃত করার কথা ঘোষণা সরকারের


Odd বাংলা ডেস্ক:
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানিয়েছেন, অলিম্পিকে ওড়িশার কেউ সোনা জিতলে তাঁকে ৬ কোটি টাকা দেওয়া হবে। রুপোজয়ীকে দেওয়া হবে ৪ কোটি টাকা, কেউ ব্রোঞ্জ আনলে তাঁকে দেওয়া হবে আড়াই কোটি টাকার আর্থিক পুরস্কার। এছাড়া অলিম্পিকে যাঁরা অংশ নিতে চলেছেন তাঁদের প্রত্যেককে ১৫ লক্ষ টাকা করে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। অলিম্পিক গেমসের প্রস্তুতির জন্যই অলিম্পিকে যোগ্যতা অর্জনকারীদের এই অর্থ প্রদান করা হবে জানিয়েছে ওড়িশা সরকার।


প্রসঙ্গত, টোকিও অলিম্পিকে এবার ওড়িশা থেকে অংশ নিচ্ছেন দ্যুতি চাঁদ-সহ বেশ কয়েকজন ক্রীড়াবিদ। টোকিও রওনা হওয়ার আগে তাঁদের উৎসাহিত করতেই এই ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। পদক জিতলে তাঁদের এই বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার প্রদানের কথা ঘোষণা করেছেন তিনি। পদক না মিললেও আর্থিক পুরস্কার দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.