মাস্টারশেফ’র ফাইনালে পান্তা ভাত !
Odd বাংলা ডেস্ক: মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ১৩তম আসরের গ্র্যান্ড ফিনালের প্রথম রাউন্ডে রেসিপি উপস্থাপন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার চৌধুরী। সোমবার গ্রান্ড ফিনালের প্রথম রাউন্ডে কিশোয়ার চৌধুরী তার রেসিপি উপস্থাপন করেন।
বরাবরের মতো বাঙালি খাবারের প্রতিনিধিত্বকারী কিশোয়ার তার রেসিপি হিসেবে পান্তা ভাত, আলু ভর্তা, মাছ ভাজা এবং সালাদ উপস্থাপন করেছেন।
বিচারকদের সামনে গ্র্যান্ড ফিনালের প্রথম রাউন্ডে কিশোয়ার তার রেসিপি উপস্থাপন করে বলেন, এটি এমন এক ধরনের খাবার যা আপনি কোনো রেস্টুরেন্টে পাবেন না।
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ফেসবুক পেজে গ্রান্ড ফিনালের প্রথম রাউন্ডের একটি ভিডিওতে কিশোয়ারের রেসিপির প্রশংসা করতে দেখা যায় বিচারকদের।
মাস্টারশেফের মতো বড় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে এমন রেসিপি উপস্থাপন করতে পেরে গর্বিত মনে করেন কিশোয়ার চৌধুরী।
এর আগে রোববার সেমিফাইনালে জিতে গ্র্যান্ড ফিনালেতে নিজের অবস্থান নিশ্চিত করেন কিশোয়ার। এদিকে কিশোয়ারকে বিজয়ী হিসেবে দেখতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। ‘হ্যাশট্যাগ গো কিশোয়ার’ নামক ট্রেন্ডে মুখরিত সোশ্যাল মিডিয়া।
Post a Comment