Odd বাংলা ডেস্ক: কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্তরে নিয়োগের ক্ষেত্রে বড় বদল। এখন থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কেবল NET পাশ করলে পড়ানো যাবে না। এবার থেকে শুধু ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) বা জাতীয় প্রবেশিকায় উত্তীর্ণ হওয়াটাই যথেষ্ট নয়। ২০২১-২২ থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবশ্যিক করা হচ্ছে প্রার্থীদের পিএইচডি ডিগ্রিও।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন এই নতুন নিয়মের কথা। কেবল শুধু পিএইচডি ডিগ্রিধারী অথবা শুধু মাস্টার্সের সঙ্গে নেট-উত্তীর্ণ— বিশ্ববিদ্যালয়গুলিতে সহকারি অধ্যাপক পদের জন্য আবেদন করতে পারবেন না।
এর আগে মাস্টার্স ডিগ্রি পাশ করে NET পাশ করলে কলেজে চাকরি পাওয়া যেত। ইন্টারভিউয়ে একজন NET পাশ ব্যক্তিকে 8-10 মার্কস দেওয়া হত। আর একজন PHD পাশ ব্যক্তিকে দেওয়া হত 30 মার্কস। সেই নিয়মে আনা হল সামঞ্জস্য। এখন থেকে NET পাশ করলেই কেবল হবে না। তাদেরও পাশ করতে হবে PHD। মানে কলেজে পড়াতে গেলে দুটি ক্ষেত্রেই যোগ্য হতে হবে।
Post a Comment