রথযাত্রার ১দিন আগে থেকেই কারফিউ জারি পুরীতে, আরও কী কী নিয়ম লাগু, জেনে নিন
Odd বাংলা ডেস্ক: ১২ জুলাই রথযাত্রা,তার আগে ১১ জুলাই রাত আটটা থেকেই পুরীতে কারফিউ শুরু হয়ে যাচ্ছে।১৩ জুলাই রাত আটটা পর্যন্ত তা বজায় থাকবে বলে খবর।থাকবে না কোনও রকম ভক্ত সমাগম।যাঁরা রথের কাছাকাছি উপস্থিত থাকবেন এবং রথের রশি টানার সুযোগ পাবেন প্রত্যেককে নেগেটিভ RT-PCR রিপোর্ট দেখাতে হবে। পাশাপাশি টিকার দু’টি ডোজই নিতে হবে।এলাকার সমস্ত পর্যটককে ১০ তারিখের মধ্যে পুরী ছাড়ার অনুরোধ করা হয়েছে। রথ উপলক্ষ্যে পুরীতে যান চলাচলের উপরও বিধিনিষেধ থাকছে। বিশেষ প্রয়োজন ছাড়া দোকান খোলা না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
পুরী এবং ওড়িশার অন্যান্য জেলায় রথযাত্রার (Rath Yatra 2021) আয়োজন করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনেকে। কিন্তু পুরী ছাড়া ওড়িশার অন্যান্য অংশে রথযাত্রার অনুমতি দেয়নি নবীন পট্টনায়ক প্রশাসন। এর বিরুদ্ধে আদালতে একগুচ্ছ পিটিশন জমা পড়ে। এদিন সেই সমস্ত পিটিশন খারিজ করে দেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। জানিয়ে দেন ওড়িশা সরকারের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করবে না আদালত।
Post a Comment