পর্ন দেখলেই জরিমানা ৩ হাজার টাকা, গ্রেফতার জালিয়াতরা



Odd বাংলা ডেস্ক: বেশ কিছু দিন ধরেই এই জালিয়াতদের চক্র গোটা দেশ জুড়ে চলছিল। দিল্লি পুলিশ জানিয়েছে, সম্প্রতি তাদের কাছে বেশ কয়েক জন অভিযোগ দায়ের করেন। অভিযোগে তাঁরা জানান, তাঁদের প্রত্যেকের কাছেই একটি মেসেজ এসেছে। সেখানে বলা হয়েছে তাঁরা অনলাইনে পর্ন দেখেছেন, যা এ দেশে বেআইনি। তাই তাঁদের কম্পিউটার ব্লক করে দেওয়া হবে। তাঁদের জেলও হতে পারে বলে ভয় দেখানো হয়। জেলের সাজার হাত থেকে বাঁচতে গেলে তিন হাজার টাকা জরিমানা দিতে বলা হয়।

দিল্লি পুলিশের সাইবার সেলের ডিসিপি অন্বেষ রায় বলেন, ‘‘জাল নোটিসের সঙ্গে অনলাইনে টাকা দেওয়ার ব্যবস্থাও থাকত। ভয়ে অনেকেই টাকা পাঠিয়ে দেন। তদন্ত করতে গিয়ে আমরা জানতে পারি, তামিলনাড়ুর কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়েছে। তার পরেই তামিলনাড়ু যান আমাদের আধিকারিকরা। যদিও প্রতারকদের দেওয়া ঠিকানা ভুল থাকায় বেশ কিছু দিন সেখানেই থাকতে হয়। সাত দিন পরে অবশেষে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।’’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.