সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে অভিনয় করতে চলেছেন বলিউডের এই হার্টথ্রব


Odd বাংলা ডেস্ক: বড়পর্দায় আসতে চলেছে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। শুরুতে জল্পনা ছিল ভারতীয় ক্রিকেটের মহারাজের চরিত্রে অভিনয় করতে পারেন হৃতিক রোশন। তবে এখন উঠে আসছে রণবীর কাপুরের নাম।

শোনা যাচ্ছে সৌরভের জীবনচিত্র তৈরি করার জন্য বিশাল অঙ্কের অর্থ নিয়ে নামছে ভায়াকম প্রযোজনা সংস্থা। ১৯৯৬ সালে শতরান দিয়ে অভিষেক, স্টিভ ওয়-র অস্ট্রেলিয়ার বিজয় রথ থামিয়ে দেওয়া, লর্ডসের বারান্দায় জামা ওড়ানো থেকে ২০০৩ সালে বিশ্বকাপ জয়ের মুখ থেকে ফিরে আসা। দল থেকে বাদ যাওয়া এবং রাজকীয় ভঙ্গিতে ফিরে আসা, আর বর্তমানে ভারতীয় বোর্ড প্রধান- সৌরভের জীবনে নানান ওঠাপড়া এবার ফুটে উঠবে রুপোলি পর্দায়। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন,''হ্যাঁ, আমি বায়োপিকের ব্যাপারে সম্মতি জানিয়েছি। হিন্দিতে হবে তবে এখনই ডিরেক্টরের নাম বলা সম্ভব না। সব ঠিক হতে আরও কিছুদিন সময় লাগবে।" নিজের জীবনকাহিনি পর্দায় ফুটিয়ে তোলার জন্য সৌরভের নিজের পছন্দ রণবীর, তাই সৌরভ নিজে রণবীরের নাম বলেছেন। তবে আরও দুজন রয়েছে তালিকায়। সৌরভের পুরো জার্নিটা ধরা হবে বায়োপিকে। সূত্রের খবর, বিসিসিআই প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত সিনেমায় দেখানো হতে পারে।

প্রসঙ্গত,ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে তৈরি বায়োপিক নজর কেড়েছিল। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের কেরিয়ারে এই ছবি ছিল এক টার্নিং পয়েন্ট।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.