এক ফুলের তোড়ার দাম ৬৮ লাখ, তাজা থাকবে দুই বছর

Odd বাংলা ডেস্ক:  ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে বা ঘর সাজাতে ফুলের জুড়ি নেই। সেটা হতে পারে ন্যাচারাল ফুল, আবার হতে পারে কৃত্রিম ফুল। সব ধরনের ফুলই ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয়। তবে ন্যাচারাল ফুলের প্রতি মানুষের চিরকালই আকর্ষণ একটু বেশি।

তবে ন্যাচারাল ফুলের মন মাতানো সৌন্দর্য কিন্তু বেশি দিন থাকে না। গাছ থেকে ছেঁড়ার পর খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কেমন  হবে যদি গাছ থেকে ফুল ছেঁড়ার পরও বছর জুড়ে ভালো থাকে? কথাটা শুনতে অদ্ভুত লাগলেও এমনই এক ফুলের আবিষ্কার করেছেন দুবাইয়ে বিজ্ঞানীরা। যা বছরের পর বছর ভালো থাকবে। তবে এই ফুলের একটি তোড়া কিনতে হলে গুনতে হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ লাখ টাকা।

ফরএভার রোজ লন্ডন মানে যুক্তরাজ্যভিত্তিক এক প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানই এমন এক পদ্ধতি আবিষ্কার করেছেন। যাতে ফুলের প্রাকৃতিকভাবে নষ্ট হওয়ার প্রক্রিয়া খুব ধীরগতিতে সম্পন্ন হয়। ইকুয়েডরের কিয়েটো শহরে এই ধরনের গোলাপের চাষ করা হচ্ছে। সেখানকার আগ্নেয় জমিতে উৎপন্ন করা এই ফুলের পাঁপড়ি সহজে নষ্ট হয়ে যায় না বলে ফরএভার রোজের প্রতিষ্ঠাতা ইব্রাহিম আল সামাদি জানিয়েছেন।

এই ফুলগুলো সংরক্ষণের জন্য প্রথমে গ্লিসারিন ব্যবহার করা হয়। এরপর ওই ফুলগুলো বিশেষ প্রক্রিয়ায় শুকানো হয়। ফুলগুলো সংরক্ষণের জন্য এক প্রস্তুত হয়ে গেলে বাড়তি সতর্কতা হিসেবে কাঁচের জারের মধ্যে তা প্রদর্শন করা হয়।

ফরএভার রোজের প্রতিষ্ঠাতা ইব্রাহিম আল সামাদি জানিয়েছেন, এই ফুলগুলো এরই মধ্যে হাই প্রোফাইল ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আইফেল টাওয়ার কিংবা ইউনিকর্ন আদলের ফুলের তোড়ার অর্ডার পেয়েছে ফরএভার রোজ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.