কলকাতায় পেট্রলের দাম ১০১.০১ টাকা! প্রতিবাদে আজ পথে নামছে তৃণমূল


Odd বাংলা ডেস্ক:
সেঞ্চুরি আগেই পেরিয়েছিল। শনিবার কলকাতায় পেট্রলের দাম পেরিয়ে গেল ১০১টাকার গণ্ডিও। ডিজেল ৯৩টাকা ছুঁইছুঁই। শনিবার শহরবাসীকে এক লিটার পেট্রলের জন্য খরচ করতে হবে ১০১ টাকা ১ পয়সা। লিটারপিছু ৩৯ পয়সা বাড়ল দাম। বেড়েছে ডিজেলের দামও। লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৯৭ পয়সা। 

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ও কাল রাজ্য জুড়ে পথে নামছে তৃণমূল। রাজ্যের ২৯৪ আসনেই চলবে প্রতিবাদ কর্মসূচি।  দলের সব মন্ত্রী-বিধায়কদেরই প্রতিবাদে রাস্তায় নামতে বলা হয়েছে। পাশাপাশি তৃণমূল যুব সংগঠনও রাস্তায় নামছে এই ইস্যুকে হাতিয়ার করে। প্রথম দিনেই পথে নামবেন ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়রা। আর নেটদুনিয়ায় এই প্রতিবাদকে সফল করতে তৃণমূলের হাতিয়ার খোদ অটলবিহারী বাজপেয়ীর একটি ভিডিও।  ১৯৭৩ সালে তেলের দাম ৭ পয়সা বেড়ে যাওয়ায়  গোরুর গাড়িতে চড়ে সংসদভবনে গিয়েছিলেন। তৃণমূলের সৌজন্যে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওই।

রাজধানী দিল্লিতেও একলাফে অনেকটা বাড়ল জ্বালানির মূল্য। সেখানে লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১০০.৯১ টাকা এবং ৮৯.৮৮ টাকা। এদিন বাণিজ্যনগরী মুম্বইয়ে প্রতি লিটার পেট্রল মিলছে ১০৬ টাকায় ৯৩ পয়সা এবং ডিজেল মিলছে ৯৭.৪৬ টাকায়। মধ্যপ্রদেশের ভোপাল শহরে পেট্রলের দাম ১১০ টাকা লিটারের কাছাকাছি। সেখানে পেট্রল বিকোচ্ছে লিটারপ্রতি ১০৯ টাকা ২৪ পয়সা দরে। ডিজেল বিকোচ্ছে ৯৮ টাকা ৬৭ পয়সা দরে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.