আজ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি
Odd বাংলা ডেস্ক: গরমের সঙ্গে বাড়তে চলেছে আর্দ্রতাজনিত অস্বস্তি। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টায়। দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্বাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি হবে। মঙ্গল ও বুধবার আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা । ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং কোচবিহারে।
আজ কলকাতায় মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রী সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রীর আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ।
অন্যদিকে রাজস্থান থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা। মধ্যপ্রদেশ ছত্রিশগড় ওড়িশার ওপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত। অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে শক্তি সঞ্চয় করবে।
পাশাপাশি উত্তর ভারতেও ফের সক্রিয় মৌসুমী বায়ু। দিল্লি পাঞ্জাব উত্তর প্রদেশ হরিয়ানা এবং থেকে গত রাজস্থানের বাকি অংশে আগামী দু-তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু পৌঁছে যাবে। গোটা দেশ জুড়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব বিস্তারের অনুকূল পরিবেশ। বৃষ্টি বাড়বে উত্তর পশ্চিম ভারতেও। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি কমবে, বৃষ্টি বাড়বে মধ্য ও দক্ষিণ ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।
Post a Comment