উচ্চপ্রাথমিক নিয়োগে অন্তবর্তী স্থগিতাদেশ প্রত্যাহার হাইকোর্টের
Odd বাংলা ডেস্ক: অবশেষে উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগে জারি করা অন্তবর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। শিক্ষক নিয়োগে অনুমতি দিল আদালত। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত মেধাতালিকায় সন্তুষ্ট হওয়ায় কোর্ট এদিন স্থগিতাদেশ তুলে নেয়। একইসঙ্গে হাইকোর্ট জানিয়েছে, তালিকায় কোনও ভুল থাকলে তা প্রার্থীরা কমিশনকে জানাতে পারবেন। সেই অনুযায়ী তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে কমিশন।
অভিযোগ খতিয়ে দেখতে হবে সচিব পর্যায়ের আধিকারিককে। তাতেও সন্তুষ্ট না হলে সেক্ষেত্রে আদালতের রাস্তা খোলা থাকছে। তবে অযোগ্যরা যদি অযথা হয়রানির উদ্দেশে কমিশনের কাছে অভিযোগ করেন, তাহলে জরিমানা করার কথাও জানিয়েছে আদালত। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের নির্দেশমতো উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের নানা ক্ষেত্রে প্রাপ্ত নম্বর-সহ ইন্টারভিউয়ের মেধাতালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।
অন্যদিকে, নয়া মেধাতালিকাতে অস্বচ্ছতার অভিযোগ তুলে সরব চাকরিপ্রার্থীরা। নম্বর-সহ তালিকা প্রকাশের পরেও একদল চাকরি প্রার্থী সল্টলেকে কমিশনের অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, কমিশনের নির্দেশ অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতার নথি ফের পাঠানোর পরেও তাঁদের নাম খারিজের তালিকায় রাখা হয়েছে। আবার অনেকের অভিযোগ, অসৎ উপায়ে কোনও কোনও চাকরিপ্রার্থীর নম্বর কমিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে।
Post a Comment