দিদার শেষ ইচ্ছেপূরণ করতে হাসপাতালেই বিয়ে করলেন নাতনি !
Odd বাংলা ডেস্ক: ৭১ বছর বয়সী দাদি। তার ইচ্ছে নাতজামাই দেখে যাওয়ার। তার হাতে সময় খুবই কম। কারণ তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। মরণব্যাধি ক্যান্সার হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি।
বাঁচবেন হয়তো আর কয়েকটা দিন। বিয়ের আসরে যাওয়া তার পক্ষে অসম্ভব। তাই দাদির হাসপাতালের কেবিনকেই বিয়ের আসর বানিয়ে ফেললেন নাতনি। দাদির ইচ্ছেপূরণে সেখানেই সারলেন বিয়ে।
গত ২ জুলাই যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসের মেথোডিস্ট হেল্থকেয়ার সান হাসপাতালে এই ঘটনা ঘটে। এদিন ওই হাসপাতালের শয্যায় অক্সিজেনের নল লাগিয়ে হাসিমুখে নাতজামাইয়ের মুখ দেখেন দাদি অ্যাভিস রাসেল।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ৭১ বছর বয়সী অ্যাভিস রাসেলের একগাল হাসিতে ভরিয়ে দেয় এই পরিণয়।
তার নাতনির নাম সিন। সিনের বয়ফ্রেন্ড আছে। আর সেই বয়ফ্রেন্ডকেই এই বছরের শেষের দিকে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন।
কারণ সিনের জন্ম ডিসেম্বর মাসে তাই বিয়েও করতে চান ডিসেম্বর মাসে। তবে হঠাৎই তার দাদির শরীর খারাপ হতে শুরু করে। ধরা পড়ে ক্যান্সার। হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে থাকে দাদি অ্যাভিসের।
চিকিৎসকরা জানান, বছরের শেষ পর্যন্ত নাও বাঁচতে পারেন অ্যাভিস। মরণব্যাধি ক্যান্সার দিন দিন গ্রাস করে তাকে শয্যাশায়ী করে দেয়। এই পরিস্থিতিতে তিনি দ্রুত নাতজামাইয়ের মুখ দেখার ইচ্ছেপোষণ করেন। তখনই বিয়ের তারিখ ও স্থান পাল্টানোর সিদ্ধান্ত নেন নাতনি সিন।
হাসপাতালের যে কেবিনে অ্যাভিস ভর্তি, সেখানেই বিয়ের আয়োজন করেন। সেই ঘরে পাত্রের সঙ্গে আংটি বদল হয়। আংটি বদলের পর নাতি এবং নাতজামাই দাদিকে জড়িয়ে ধরে কান্না করে। তখন দাদি নাতনিকে এক তোড়া ফুল দিয়ে আশীর্বাদ করেন।
Post a Comment