BREAKING: রাজ্যে বিধিনিষেধের মেয়াদ বাড়ল স্বাধীনতা দিবস পর্যন্ত


Odd বাংলা ডেস্ক:  রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ ১৫ অগাস্ট পর্যন্ত বৃদ্ধি করা হল। এই মর্মে বৃহস্পতিবার একটি নির্দেশিকাও জারি করা হয়। ৩১ জুলাই থেকে লাগু হবে এই নয়া নিয়ম।

সংক্রমণ রুখতে রাতে অযথা চলাফেরার উপর জারি করা হল নির্দেশিকা। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কোনও বিষয় এবং অত্যাবশ্যক কোনও কাজ ছাড়া বাড়ির বাইরে বের হওয়ার উপর জারি করা নিষেধাজ্ঞা। এই আইন যাতে কোনওভাবেই ভঙ্গ না হয়, সেদিকে বিশেষ নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। যদি কেউ এই বিধিনিষেধ ভঙ্গ করে সেক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা আইনে তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ।

তবে এবার থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে রুদ্ধদ্বার সরকারি অনুষ্ঠান করা যাবে। এছাড়াও মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি সহ করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়াও সমস্ত অফিসগুলিতে যাতে কোভিড সম্পর্কি স্বাস্থ্যবিধি মেনে চলা হয় সেদিকে দিতে হবে বিশেষ নজর। নিয়মিত অফিস স্যানিটাইজ করতে হবে, কর্মীরা যাতে টিকা পান তা সুনিশ্চিত করতে হবে সংস্থাকেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.