স্ক্রিনে নিজের বৌমার সঙ্গে চক্কর ছিল অলোকের, ফেঁসেছেন #MeeToo -তেও


Odd বাংলা ডেস্ক: ১৯৫৬ সালে ১০ জুলাই জন্মেছিলেন অলোক। প্রথম অভিনয় স্যার রিচার্ডের গান্ধী ছবিতে। যেটা ১৯৮২ সালে অস্কার পায়। তারপর অলোকনাথ একের পর ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করে গিয়েছেন। 

বেশিরভাগ সিনেমাতে বাবা-শ্বশুরমশাইয়ের  চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু সেই অলোক নাথের বিরুদ্ধেই অভিযোগ ওঠে যে তিনি নাকি মেয়েদের ধর্ষণ করতেন সেটে সুটিং-এর সময়।  শুধু তাই নয় একটি ধারাবাহিকে যে মেয়েটি তাঁর বৌমার চরিত্রে অভিনয় করেছিল সে অভিযোগ তুলেছিল যে অলোক নাকি তাঁকে যৌন হেনস্থা করেছে। মুম্বই পুলিশে তাঁর বিরুদ্ধে FIR দায়ের হয়। 

যদিও অলোকনাথ যুক্তি দিয়েছিলেন তিনি এমন কিছুই করেন নি। তবে আজও এই বিষয়ে তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.