ছোটবেলায় সিনেমাতে অভিনয় করেছিলেন সুনীল গভস্কর

Odd বাংলা ডেস্ক: ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র তিনি। জন্মেছিলেন এক মারাঠি পরিবারে। জীবনে দেখেছেন অনেক উত্থান-পতন। তবে ঠিক রেখেছেন নিজের পার্ফর্মেন্স। টেস্ট ক্রিকেটার হিসেবে প্রথম তিনি ১০,০০০ রান করেছিলেন। সচিনের আগে তাঁরই ছিল সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড। 

কিন্তু অনেকেই যেটা তাঁর সম্পর্কে জানেন না সেটা হল সিনেমায় হিরো হওয়ার শখ ছিল সুনীলের। তাই একবার জুনিয়র আর্টিস্টিের রোল পেয়েছিলেন তিনি। তখন তিনি খুব ছোট দম মারো দম গানে ক্রাউডে বসেছিলেন তিনি। তখন তিনি টিনেজার।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.