Odd বাংলা ডেস্ক: সঞ্জীব কুমার বলিউডের জনপ্রিয় অভিনেতা। একের পর এক ভাল ছবি তিনি দর্শককে উপহার দিয়েছেন। শোলের 'ঠাকুর'কে মানুষ কখনই ভুলতে পারবেন না। সঞ্জীব কুমার খুব ভাল একজন মানুষ ছিলেন।
কিন্তু তিনি বিয়ে কেন করেননি জানেন ? জানলে অবাক হবেন। এই রকম একজন অভিনেতা কি করে এতটা অন্ধবিশ্বাসী হতে পারেন ! তবে তাঁর সঙ্গে যা ঘটেছে তা সত্যিই কি অন্ধ বিশ্বাস !
সঞ্জীব কুমারের যখন দশ বছর বয়স হয় তখন তাঁর বাবা মারা যান। সঞ্জীব কুমারের বাবার বয়স যখন দশ হয় তখন তাঁর দাদু মারা যান। ঠিক এভাবেই ছেলেদের দশ বছর বয়স হলেই এই পরিবারের আগের প্রজন্মের মৃত্যু হয়।
যেমন সঞ্জীব কুমারের ভাইয়ের প্রথম সন্তানের বয়স দশ হওয়ার পর তাঁর ভাই মারা যায়। এই সব ঘটনাগুলো দেখে সঞ্জীব কুমার ঠিক করেন তিনি বিয়ে করবেন না। কারণ তাঁর ছেলে বা বউয়ের ভবিষ্যৎ নষ্ট করতে চান না তিনি। নিজের মৃত্যুকে ভয় পাননি তিনি।
তবে অবাক করা ঘটনা হল সঞ্জীব কুমারের ভাই মারা যাওয়ার পর সঞ্জীব তাঁর ভাইয়ের ছেলেকে দত্তক নেন। সেই ছেলেটির দশ বছর হতে না হতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৭ বছর বয়সে মারা যান তিনি। এ যেন এই পরিবারের এক অভিশাপ ছিল। তবে বিয়ে না করেও নিজের মৃত্যুকে আটকাতে পারলেন না সঞ্জীব কুমার।
Post a Comment