Odd বাংলা ডেস্ক: এইচডিএফসি ব্যাঙ্ককে (HDFC Bank) নতুন ক্রেডিট কার্ড ইস্যু করার অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। প্রযুক্তিগত ত্রুটির কারণে জরিমানা হিসাবে নিষেধাজ্ঞা জারি করার কয়েক মাস পরে মঙ্গলবার ফের এই অনুমতি মিলল বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
তবে আরবিআই বলেছে, নতুন, ডিজিটাল উদ্যোগ চালু করার জন্য ব্যাঙ্কের উপর আগের সাময়িক নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, দু’বছরেরও বেশি সময় ধরে এইচডিএফসি ব্যাঙ্কে বার বার প্রযুক্তিগত বিভ্রান্তির জেরে জরিমানা চাপিয়ে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। যার মধ্যে নতুন ক্রেডিট কার্ড ইস্যুতে নিষেধাজ্ঞা এবং নতুন ডিজিটাল উদ্যোগ চালু করার উপরেও নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত ছিল।
Post a Comment