মালদহের বাজারে মোদি ও মমতার ছবি দেওয়া রাখি বিক্রি হচ্ছে দেদার

Odd বাংলা ডেস্ক: রাজনীতির ময়দানে তাঁদের রেষারেষি সর্বজনবিদিত। জনসভার মঞ্চে তাঁরা একে অপরের বিরুদ্ধে বেশিরভাগ সময় আক্রমণাত্মক থাকেন। তবে বাংলার অন্যতম উৎসব রাখিবন্ধন দু’জনকে একসূত্রে মিলিয়ে দিয়েছে। মালদহের বাজারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ রাখি সমানতালে বিক্রি হচ্ছে। কোন রাজনীতিবিদের ছবি সম্বলিত রাখি বেশি বিক্রি হয় সেদিকেই এখন দু’জনের অনুগামীদের নজর। উল্লেখ্য, বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বাংলায় রাখিবন্ধন উৎসবের সূচনা হয়। স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন আনুষ্ঠানিকভাবে চালু করেন। স্বদেশী আন্দোলনে রাখি উৎসব অনুপ্রেরণা জুগিয়েছিল। 

বিশ্বকবির হাত ধরে এই উৎসব রাজ্যের আঙ্গিনা ছাড়িয়ে দেশের অন্যতম প্রধান উৎসবে পরিণত হয়। এরাজ্যে প্রায় ভ্রাতৃ দ্বিতীয়ার মতোই রাখি বন্ধনের গুরুত্ব রয়েছে। ভ্রাতৃ দ্বিতীয়ায় ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে বোনেরা কপালে ফোঁটা দেয়। অন্যাদিকে, রাখি পূর্ণিমার দিন ভাইয়ের মঙ্গলকামনা করে বোনেরা হাতে রাখি বেঁধে দেয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু-মুসলমান একে অপরের হাতে রাখি বাঁধেন। আজ, রবিবার রাখি পূর্ণিমা। এদিন বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হবে। কিছু জায়গায় ঝুলন উৎসব পালন করা হয়। রাখি পূর্ণিমার মধ্যদিয়ে ওই উৎসবের সমাপ্তি হয়। বর্তমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে রাখি বন্ধন উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে বলে ওয়াকিবহাল মহলের অভিমত। এদিকে, মোদি-মমতার রাজনৈতিক টক্কর বর্তমানে দেশজুড়ে আলোচিত হচ্ছে। বিজেপি এবং কংগ্রেসের বাইরে আঞ্চলিক দলগুলির নেতা-নেত্রীদের মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা সর্বাধিক। ফলে কেন্দ্রে মোদি বিরোধী মুখ হিসেবে বাংলার ‘অগ্নিকন্যা’কে অনেকেই দেখতে চাইছেন। 

গত বিধানসভা নির্বাচনে মোদি-অমিত শাহ জুটিকে হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর কুর্সি দখলের লড়াইয়ে ফের মোদি-মমতার দ্বৈরথ দেখা যাবে বলে অনেকেই মনে করছেন। সেই হাইভোল্টেজ লড়াইয়ের আগেই রাখিতে দু’জনের হাসিমুখের ছবি দেদার বিক্রি হচ্ছে। রাখিতে দুই নেতানেত্রীর ছবির পাশেই রয়েছে নিজ নিজ দলের প্রতীক। তৃণমূল নেত্রীর ছবিতে তেরঙ্গার ছোঁয়া রয়েছে। প্রধানমন্ত্রীর ছবি থাকা রাখিতে গেরুয়ার আধিক্য বেশি। ছবিযুক্ত লকেটের পাশাপাশি ফিতে এবং পুঁথি দিয়ে রাখি তৈরি হয়েছে।ইংলিশবাজার শহরের রাখি বিক্রেতা চিন্ময় সরকার বলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত রাখি প্রতি পিস ১০ টাকা করে বিক্রি করছি। অন্যান্য রাখির মতোই ওই দুই ধরনের রাখি বিক্রি হচ্ছে। দুই ধরনের রাখিই সমানতালে বিক্রি হচ্ছে। এক ক্রেতা বলেন, আমি প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত নই। তাই দু’জনের ছবি সম্বলিত রাখিই কিনেছি। বাড়িতে ভাগাভাগি করে পড়ব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.