Odd বাংলা ডেস্ক: আজ ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’। বলা যায় বিশ্ব আলোকচিত্র দিবস।
১৮৩৯ সাল থেকে শুরু হওয়া ১৯ আগস্ট দিনটি ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
উল্লেখ্য, শুরু থেকে আজ পর্যন্ত ফটোগ্রাফির অগ্রযাত্রায় যে সকল মানুষ নিরলস কাজ করে গেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই দিনটি পালন করা হয়।
তবে এর মাঝেই একটি দুঃখের বিষয়ও থেকে যাচ্ছে, বাংলাদেশের প্রথম মহিলা আলোকচিত্রী ঠিক এর আগের দিনটিতে পৃথিবী থেকে বিদায় নিলেন।
ফটোগ্রাফি নিয়ে বেশ কয়েকটি কথা আজ বলা যাকঃ
ফটোগ্রাফির শখ বহু মানুষের আছে। একে যদি এডভেঞ্চারও আখ্যা দেয়া যায়, তাহলেও বোধহয় ভুল হবে না।
কোনো কিছু লিখে বা বলে যতো সহজে প্রকাশ করা যায়, ছবি দিয়ে মনের গভীর অভিব্যক্তি আরো ভালো করে বোঝানো যায়। মানুষের মনে কথার থেকে ছবি অনেক বেশি প্রভাব ফেলে। আর ফটোগ্রাফি হলো মানুষের একধরনের প্যাসন।
আসলে, ফটোগ্রাফি একটি বিরাট বড় শিল্প। এটা চর্চা ও সাধনার বিষয় ।
মানুষের মনের চোখের দেখার ক্ষমতার প্রকাশ ঘটে একটি ভাল ফটোগ্রাফিতে ।
নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করতে গেলে, একজন মানুষ তখনই এখজন ভালো ফটোগ্রাফার হবেন, যখন তিনি মানবিক হবেন।
ফটোগ্রাফিকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার প্রথম শর্ত এটি। দ্বিতীয়ত, গ্রাফারকে হতে হবে একজন ভালো ইতিহাসপ্রেমিক।
গ্রাফারের আর কোনদিক না জানলেও অন্তত এটি জানতে হবে মানবতা কাকে বলে? না, মানবতা বললেই যে শুধু ক্যামেরার লেন্সে মানুষের কষ্ট-দুর্দশার ছবি ধরা পড়বে সেগুলো নয়। ছবি যেহেতু মনের কথা বলে, সুতরাং যে কোন শক্ত ছবি তুললেও একজন মানবিক ফটোগ্রাফারের ছবিটি এর জন্যেই সবচাইতে জীবন্ত হয়ে ওঠে।
সৃজনশীল কাজ করতে কার না ভালো লাগে। কেউ কেউ এই ভালোলাগাকে প্রাধান্য দিয়ে পরিশ্রম করে যায় সফলতার পথে। এই মানুষগুলোই একদিন পৌঁছাতে সক্ষম হয় সফলতার শীর্ষে। ফটোগ্রাফিও সৃজনশীল পেশার মধ্যে অন্যতম। যদি আপনার এই পেশাতে আগ্রহ থাকে, তাহলে আপনিও বেছে নিতে পারেন এই শৈল্পিক পেশা। প্রতিভা, খ্যাতি, অর্থ অর্জনের মধ্যদিয়ে গড়ে তুলতে পারেন অবশ্যই এক সমৃদ্ধ জীবন।
ফটোগ্রাফারদের অনেক সময় দেখা গেছে, ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন। আমি এডভেঞ্চার এজন্যেই ফটোগ্রাফিকে বললাম কারণ এতে প্রচণ্ড ঝুঁকি, মাতাল করা নেশা রয়েছে।
কিন্তু ঝুঁকি প্রত্যেক কাজে আছে। ঝুঁকি না নিলে জীবন গড়ে না ।
এই ঝুঁকি গ্রহণের মাধ্যমেই পূরণ হতে পারে বহুদিনের লালিত স্বপ্ন।
এর ভয়ে সৃষ্টিশীল প্রতিভাকে মেরে ফেলা ঠিক নয়।
আমি বলতে চাই নিজের প্রতিভার ওপর বিশ্বাস রাখুন, সৃষ্টিশীলতার দিকে নজর দিন আর ঝুঁকি গ্রহণ করুন। সফলতা আসবেই।
শখ হোক কিংবা পেশা, একে অবশ্যই আপনার সঙ্গে রাখুন। জীবন আলোকময় হয়ে উঠবে।
Post a Comment