মুক্তি পাওয়ার পরই বিপত্তি! নিষিদ্ধ করে দেওয়া হল অক্ষয় কুমারের 'বেল বটম'
Odd বাংলা ডেস্ক: সিনেমা হলে খরা কাটিয়ে ১৯ অগাস্ট রুপোলি পর্দায় মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, বাণী কাপুর, লারা দত্ত, হুমা কুরেশি অভিনীত ছবি বেল বটম। ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হলেও সৌদি আরব, কাতার এবং কুয়েতে বড় ধাক্কা খেল এই ছবি। এই তিন দেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে Bell Bottom-এর প্রদর্শনে।
সূত্রের খবর, জানিয়েছেন ‘বেল বটমের দ্বিতীয় ভাগে দেখানো হয়েছে হাইজ্যাকাররা লাহোর থেকে প্লেনটিকে দুবাই নিয়ে যাচ্ছে। বাস্তবে ১৯৮৪ সালে যে প্লেন হাইজ্যাকের ঘটনা ঘটেছিল, তাতে আরবের ডিফেন্স মিনিস্টার শেখ মহম্মদ বিন রাশিদ আল মাকতুম নিজে এই বিষয়টি হ্যান্ডেল করেছিলেন, এবং আরবের সরকারের তত্পরতায় ধরা পড়েছিল হাইজ্যাকাররা। কিন্তু ছবিতে দেখানো হয়েছে ভারতীয় আধিকারিকরা আরবের ডিফেন্স মিনিস্টারকে অন্ধকারে রেখে গোটা অপারেশনটি করেন। সম্ভবত এই কারণেই সৌদি আরব, কাতার এবং কুয়েতে বেল বটম দেখানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’
এই স্পাই থ্রিলারে RAW এজেন্টের ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। তাঁরই কোড নেম বেল বটম। একটি প্লেন হাইজ্যাকের ঘটনায় ডাক পড়ে আন্ডার কভার এজেন্টের। ছবির গল্প এগোয় কীভাবে ২১০ জন পণবন্দীকে উদ্ধার করা যায় এবং হাইজ্যাকারদের উচিত শিক্ষা দেওয়া যায় সেই প্ল্যানিংয়ের মাস্টারপ্ল্যান রোল আউট করাকে কেন্দ্র করে। রঞ্জিত তিওয়ারি পরিচালিত এই ছবিটি অক্ষয় কুমারের অন্যান্য ছবির মতোই একটি সত্য ঘটনার ওপর আধারিত। ৭০-এর দশকের শেষের দিকে এবং ৮০ দশকের গোড়ায় ঘটে যাওয়া দুটি ইনসিডেন্টের প্রেক্ষাপটে তৈরি এই ছবি।
Post a Comment