২১ কেজি রুপোর দোলনায় দোল খাবেন রামলালা,অযোধ্যায় ঝুলা উৎসবের প্রস্তুতি তুঙ্গে


Odd বাংলা ডেস্ক: অযোধ্যায় ২১ কেজি রুপো দিয়ে তৈরি করা হল দোলনা। শ্রাবণ মাসে ঝুলা উৎসব পালনের জন্য তৈরি করা হয়েছে এই দোলনা। শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের তরফে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে। উৎসবের দিন রামলালাকে বসানো হবে ওই দোলনায়। এই প্রথম রুপোর দোলনায় দুলবেন রামলালা।২১ কেজির রুপোর দোলনার উচ্চতা ৫ ফুট। 

শ্রাবণ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় ঝুলা উৎসব। এই উৎসব ঘিরে প্রতি বছরই সেজে ওঠে অযোধ্যা। সেখানকার মন্দিরগুলোতে ভিড় জমান প্রচুর মানুষ। ঝুলা উৎসবে পরিক্রমা আয়োজনও হয় সরযূ নদীর তীরের এই মন্দির শহরে।

রামলালাকে যে অস্থায়ী মন্দিরে রাখা হয়েছে, সেখানেই হবে এ বছরের ঝুলা উৎসব। শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র রুপোর দোলনার ছবি দিয়ে একটি টুইট করেছে বৃহস্পতিবার। সেখানে লেখা হয়েছে, ‘অযোধ্যায় শ্রাবণ ঝুলা উৎসবের ঐতিহ্য রয়েছে। শ্রাবণের শুক্ল তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত ভগবান শ্রীরাম দোলনায় দর্শন দেবেন। ভগবানের সেবার জন্য ২১ কেজি রুপোর এই দোলনা তৈরি করা হয়েছে।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.