বানান বিড়ম্বনায় বিজেপি, দিলীপের পোস্টারে কন্যাশ্রীর জায়গায় লেখা কন্নাশ্রী

Odd বাংলা ডেস্ক: বাংলায় নারী নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছিলেন। কিন্তু বানান বিভ্রাটের জেরে কটাক্ষের মুখে পড়লেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর পোস্টারে ‘কন্যাশ্রী’ হয়ে যায় 'কন্নাশ্রী'। তা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে খোঁচা দেওয়া হয়, যিনি দাবি করেন যে গরুর দুধে সোনা আছে, তাঁর থেকে আর বেশি কী আশা করা যেতে পারে।

রাজ্যে নারীদের সুরক্ষা নিয়ে এদিন তৃণমূল সরকারকে আক্রমণ করা হয়। সাংসদরা হাতে তুলে নেন পোস্টার। কিন্তু সেই পোস্টারেই বানান বিভ্রাট নিয়ে কটাক্ষের মুখে রাজ্য বিজেপি সভাপতি। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, 'দিলীপ বাবুকে বলব, যাদের নিয়ে ব্যানার লেখাবেন তাদের আগে বানান শেখান। কন্যা কখনও কন্না হয় না। গান্ধী মূর্তির পাদদেশে বসেছিলেন। আর তাঁকে মেরেছিলেন নাথুরাম গডসে। আগে ইউপি দেখুন। সেখানে যান। সেখানে মানবাধিকার কমিশন তো যায় না। খুন-জখম হয় সেখানে। এখানে মহিলারা সুরক্ষিত। মানুষ থেকে বিচ্ছিন্ন আপনারা।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.