রোজ মাত্র ৫০ টাকা জমান, অবসরের পর পাবেন ৩৪ লাখ টাকা, জেনে নিন উপায়


Odd বাংলা ডেস্ক: কোথায় সেই টাকা বিনিয়োগ করলে বেশি সুবিধা পাওয়া যাবে। এক্ষেত্রে ঝুঁকিমুক্ত বিনিয়োগেরও বেশ কয়েকটি অপশন রয়েছে।বহু চাকরিজীবি ও ব্যবসায়ীরা রয়েছেন, যাঁরা চান ৫৫-৬০ বছরের পর অবসর নিয়ে শেষ বয়সে চিন্তামুক্ত হয়ে দিন কাটাবেন। এক্ষেত্রে দারুণ সুবিধার ও ফলদায়ক হতে পারে NPS-এ বিনিয়োগ। এখানে দৈনিক মাত্র ৫০টাকা রাখলে, অবসরের সময় মিলতে পারে ৩৪ লাখ টাকা। এতে বিনিয়োগ করাও অত্যন্ত সোজা ও কম ঝুঁকিপূর্ণ।

কী ভাবে ৫০ টাকা করে দিয়ে ৩৪ লাখ মিলবে?

চাকুরি জীবনের শুরুতেই এই ক্ষেত্রে বিনিয়োগ করা জরুরি। যেমন ধরুন, কোনও ব্যক্তি যদি ২৫ বছর বয়স থেকে দৈনিক মাত্র ৫০ টাকা অর্থাৎ মাসিক ১৫০০টাকা বিনিয়োগ করেন। সেক্ষেত্রে অবসরের সময় অর্থাৎ ৬০ বছর বয়সে সে ৩৪ লাখ টাকা পাবে। কিন্তু এরজন্য ৩৫ বছর ধরে বিনিয়োগ করা জরুরি।
  • কখন বিনিয়োগ করলে সবচেয়ে লাভ: ২৫ বছরে
  • মাসে কত বিনিয়োগ : ১৫০০  টাকা
  • মোট কত বিনিয়োগ করলেন : ৬.৩০ লাখ টাকা
  • সুদ কত পেলেন : ২৭.৯ লাখ টাকা
  • অবসরের সময় পেলেন : ৩৪ লাখ
  • ট্যাক্স সেভিংস : ১.৮৯ লাখ

অবসরের সময় কত টাকা পাওয়া যাবে? অবসরের সময়, যখন ৬০ বছর হবে তখন NPS-এ জমানো মোট টাকার ৬০% টাকা উত্তোলন করা যেতে পারে। এর অর্থ হল, অবসরের সময় ২০.৫১ লাখ টাকা পর্যন্ত তোলা যেতে পারে। বাকি টাকা একটি বার্ষিক বিনিয়োগ স্কিমে জমা থাকে। এখান থেকে অবসরের পর মাসিক পেনশন দেওয়া হয়। কোনও ব্যক্তি যদি ৮% হারেও সুদ পান, তবে তিনি মাসিক ৯০০০ টাকা পেনশন পাবেন।

একবারে কোনও আমানতকারী এই টাকা তুলতে পারবেন না। গ্রাহকরা একবারে সর্বোচ্চ ৬০% টাকা তুলতে পারবে। বাকি ৪০% টাকা থেকে মাসিক পেনশন পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.