Odd বাংলা ডেস্ক: কট্টরপন্থীরা পাকিস্তানের পঞ্জাব প্রদেশে আরও একটি হিন্দু মন্দির ভাঙচুর করেছে। দিনের বেলা পাঞ্জাবের ভং শহরের গণেশ মন্দিরে কাপুরুষোচিত আক্রমণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়া৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে, ইমরান খানের দল পিটিআই নেতা জয়প্রকাশ লুহানা এমএনএ ঘটনার তীব্র নিন্দা করেছেন৷ একই সঙ্গে সরকারের কাছে কড়া পদক্ষেপের দাবি করেছেন৷
Trigger Warning : Violence
— Rashmi Samant 🌺 (@RashmiDVS) August 4, 2021
A Hindu Temple Attacked and Vandalized in Bhong City Dist Rahimyar Khan, Punjab, Pakistan. pic.twitter.com/VUoowc7ohh
ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, একদল মানুষ মন্দির ভাঙচুর করছে৷ তারা শুধু মূর্তি ভাঙেননি, মন্দিরের ঝাড়বাতি, কাচের মতো আলংকারিক জিনিসপত্রও ভাঙচুর করেছে। একদল ভাঙচুর চালসানোর পাশাপাশি ঘটনা সময় আরেক দল মন্দির চত্বরে উপস্থিত ছিল।





Post a Comment