জগৎসভায় শ্রেষ্ঠ আসন ভারতের, স্বাধীনতা দিবসে টাইমস স্কোয়্যারে উড়বে সবচেয়ে বড় জাতীয় পতাকা


Odd বাংলা ডেস্ক: 
৭৫তম স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে উড়বে সবচেয়ে বড় তেরঙ্গা। গোটা দিনজুড়ে বিলবোর্ডে ফুটে উঠবে ভারতের জাতীয় পতাকা। এম্পায়ার স্টেট বিল্ডিংও সেজে উঠবে গেরুয়া-সাদা-সবুজে। সবমিলিয়ে এবার মার্কিন মুলুকে সাড়ম্বরে পালিত হবে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস।
 
নিউ ইয়র্কের (New York) টাইমস স্কোয়্যার বিশ্বের অন্যতম দ্রষ্টব্য স্থান। আমেরিকার অভিজাত এলাকাও বটে। গত বছর প্রথমবার সেখানে ভারতীয় বংশোদ্ভূতরা জাতীয় পতাকা উত্তোলন করে গড়েছিলেন ইতিহাস। নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেটিকাটের দ্য ফেডারেশন অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তাদের তরফে জানানো হয়েছে, ২৫ ফুট উঁচুতে উড়বে ভারতীয় পতাকা। যার আয়তন হবে লম্বায় ৬ ফুট এবং চওড়ায় ১০ ফুট। নিউ ইয়র্কের ভারতীয় কনস্যুলার জেনারেল রণধীর জয়সওয়াল জাতীয় পতাকা উত্তোলন করবেন। তিন রঙের আলোয় সাজবে এম্পায়ার স্টেট বিল্ডিং। হাডসন নদীর উপর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সেদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.