75th Independence Day: একাধিক প্রকল্প ঘোষণা করলেন নরেন্দ্র মোদী


Odd বাংলা ডেস্ক: ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে সেজে উঠেছে গোট দেশ। বিশেষ করে প্রধানমন্ত্রীর ভাষণ উপলক্ষে দিল্লি এবং লালকেল্লা সংলগ্ন এলাকাকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। এদিন টোকিও অলিম্পিকে যোগদান করা ভারতীয় খেলোয়াড়দের সম্মান জানানো হবে লালকেল্লায়।   মোদী জানান, প্রধানমন্ত্রী গতি শক্তি প্রকল্প লঞ্চ করা হবে। ১০০ লক্ষ কোটি টাকার এই প্রকল্প যুব সমাজের জন্য কর্মসংস্থান তৈরি করবে বলেন মোদী। মোদী জানান, স্বাধীনতার ৭৫তম বর্ষে দেশের প্রতিটি কোণায় পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেন। নরেন্দ্র মোদী আরও বলেন স্বামী বিবেকাননন্দ যখন ভারতের ভবিষ্যতের স্বপ্ন দেখতেন তখন বলতেন অতীতের দিকে দেখ। এরপর সামনের দিকে তাকাও। আগে বাড়তে থাক। ভারতকে আরও ঊজ্জবল করে তোল।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.