Odd বাংলা ডেস্ক: একদিন আগেই ভাইরাল হয়েছে পাকিস্তানে হিন্দু মন্দির ভেঙে ফেলার ভিডিও। আর এবার সেই ঘটনার সূত্র ধরে বিস্তীর্ন এলাকায় মোতায়েন করা হল সেনা বাহিনী। আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই।
পঞ্জাব প্রদেশে এই ঘটনার নিন্দা করেছেন ইমরান খানও। এদিকে পাকিস্তানে হিন্দু মন্দির ভাঙচুর নিয়ে রীতিমতো সরগরম হয়ে উঠল ভারত এবং পাকিস্তানের মধ্যেকার রাজনৈতিক পরিস্থিতি।পাকিস্তানের বিরুদ্ধে এবারে কড়া পদক্ষেপ গ্রহণ করলো ভারত। ভারতের তরফ থেকে বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, ইতিমধ্যেই পাকিস্তানি হাইকমিশনের দায়িত্বপ্রাপ্ত কূটনীতিবিদকে তলব করে এই নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে ভারতের তরফ থেকে। এই ব্যাপারটি রীতিমতো ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরো খারাপ করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
Post a Comment