'হিংসা দিয়ে ক্ষমতা দখল স্থায়ী হয় না', তালিবানদের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Odd বাংলা ডেস্ক: আফগানিস্তান এখন তালিবানিস্তান। সংবাদসংস্থা রয়টার্সের দাবি, রবিবার থেকে এখনও পর্যন্ত কাবুল বিমানবন্দরে মৃত্যু হয়েছে ১২ জনের। আফগানিস্তানের বিভিন্ন শহরে তালিবানের গুলিতে প্রাণ গিয়েছে বহু মানুষের। আফগানিস্তানে (Afghanistan) ভারতীয় দূতাবাসে (Indian Embassy) হানা দিয়েছে তালিবান। গত বুধবার তল্লাশি চালিয়েছে সশস্ত্র তালিবান, খবর বিদেশমন্ত্রক সূত্রে। এইরকম পরিস্থিতিতে তালিবানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ তিনি বলেন, ‘ধ্বংসকারী শক্তিরা, যারা হিংসা ছড়িয়ে ক্ষমতা দখল করতে চায়, তারা কিছু সময়ের জন্য ক্ষমতা পায়। তাদের অস্তিত্ব কখনো স্থায়ী হয় না। সন্ত্রাস দিয়ে পদদলিত করা যাবে না।’ কট্টরপন্থী সংগঠনের তরফ থেকে এও জানানো হয়েছে, মহিলা সাংবাদিকদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। এমনকী ভারতের দূতাবাস থেকে কর্মচারী ও কূটনীতিকদের সরাতেও বারণ করেছেন তাঁরা। ভারতের দিকে 'বন্ধুত্বের হাত'ও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে তালিবান। এই অবস্থায় Narendra Modi -র টুইট বেশ গুরুত্বপূর্ণ মনে করছে কূটনৈতিক মহল। মোদী সরকার যে বর্তমান তালিবান প্রশাসনকে কোনওভাবেই সমর্থন করছে না, তা স্পষ্ট।
Post a Comment