১৪ অগাস্ট পালিত হবে 'দেশভাগের ভয়াবহ স্মৃতিচারণা দিবস', ঘোষণা নরেন্দ্র মোদীর

Odd বাংলা ডেস্ক: রবিবার ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। তার ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, 'দেশভাগের সেই যন্ত্রণা কোনও দিন ভোলার নয়। আমাদের বহু ভাই, বোন হিংসা এবং বিদ্বেষের কারণে তাঁদের প্রাণ হারিয়েছিলেন।আমাদের দেশের মানুষজনদের লড়াই এবং আত্মত্যাগকে স্মরণ করে ১৪ অগাস্ট দিনটিকে এবার থেকে দেশভাগের ভয়াবহ স্মৃতিচারণা দিবস (Partition Horrors Remembrance Day) হিসেবে পালন করা হবে।'

মোদী আরও বলেছেন, 'এই দিনটি আমাদের সামাজিক বিভাজন দূর করে সম্প্রীতির বার্তা দিক। ঐক্যের মধ্যে যে শক্তি আছে তা মনে করিয়ে দিক এই দিন।' প্রসঙ্গত, ১৯৪৭ সালে ১৪ অগাস্ট ভারত এবং পাকিস্তান দু'টি আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়েছিল। আর আজকের দিনেই স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকে পাকিস্তান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.