ভুলেও রাখবেন না, বিছানা বা বালিশের নীচে এই জিনিসগুলি রাখলেই চরম বিপদ!
Odd বাংলা ডেস্ক: যেকোনো মানুষই দিনের একটা বড় অংশ কাটায় বিছানায়। রাতের ঘুম ছাড়াও বিশ্রাম বা অন্য কোন প্রয়োজনে বিছানা ব্যবহার হয়ে থাকে। তাই ফেংসুইতে বিছানার নিচে কয়েকটি জিনিস রাখতে বারুন করা হয়েছে। তাহলে দেখে নিন সেই জিনিসগুলো কি কি।
জুতো – ফেংসুই মতে খাটের নিচে জুতো রাখা একেবারেই অনুচিত। খাটের নিচে জুতো রাখতে হলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। শারীরিক ক্লান্তি স্বত্বেও ঘুম না আসার সমস্যা দেখা দিতে পারে।
ঝাড়ু – ফেংসুই অনুযায়ী ভুলেও বিছানার নিচে ঝাড়ু রাখা উচিত্ নয়। এর ফলে দরিদ্রতা বৃদ্ধি পায় এবং সংসারে অভাব অনটন দেখা দেয়। আপনার অর্থ ক্ষতি ঘটতে পারে।
যন্ত্রপাতি – যন্ত্রপাতি, খেলার পোশাক, ব্যমের জিনিসপত্র ইত্যাদি বিছানার নিচে রাখলে শান্তি বিঘ্নিত হয়। তাছাড়াও দাম্পত্য জীবনেও অশান্তি দেখা দেয়। আপনার সঙ্গীর সাথে দূরত্ব বৃদ্ধি পায়।
বইপত্র – বই মানুষকে মানসিকভাবে উত্তেজিত করে। তাই ফেংসুইতে বলা হয়েছে খাটের নিচে বই রাখলে ঘুমের সময় প্রয়োজনীয় মানসিক শান্তি অর্জনে অসুবিধার সৃষ্টি হতে পারে।
ছুড়ি বা ধারালো জিনিসপত্র- ফেংসুই মতে ছুড়ি বা কাঁচি ইত্যাদি হিংসার প্রতীক। এগুলির নেতিবাচক প্রভাবে জীবনে হিংসার পরিমাণ বাড়ে। কাজেই খাটের নিচে ছুড়ি বা অন্যান্য ধারালো জিনিসপত্র রাখা উচিত্ নয়।
তবে সৌভাগ্য বর্ধনের নীচে এই জিনিসগুলি রাখতে পারেন–১. আয়না, সুগন্ধি দ্রব্য, টাকা জমানোর ভার খাটের নিচে রাখলে জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। সাথে সাথে স্বাস্থ্যের উন্নতি হয়।“ধন্যবাদ”
Post a Comment