অনন্য সম্মান: দেশের এই স্টেডিয়ামের নামকরণ হতে চলেছে স্বর্ণজয়ী নীরজ চোপড়ার নামে
Odd বাংলা ডেস্ক: দেশের দ্বিতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের নজির গড়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। এবার আরও এক অনন্য সম্মান পেতে চলেছেন নীরজ। তাঁর নামাঙ্কিত স্টেডিয়াম পাবে ভারত।
জানা গিয়েছে, পুণে ক্যান্টনমেন্টের স্টেডিয়ামটির নামকরণ হবে ‘নীরজ চোপড়া আর্মি স্পোর্টস স্টেডিয়াম’। আগামী ২৩ আগস্ট, সোমবারই আনুষ্ঠানিক ভাবে সেনা স্টেডিয়ামটির নাম ঘোষণা করা হবে। ঘোষণা করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সেনাপ্রধান এমএম নারাভানে এবং লেফটেন্যান্ট গভর্নর জেএস নায়নের। অ্যাথলিটের পাশাপাশি নীরজের আরও একটি পরিচয় হল তিনি ভারতীয় সেনায় কর্মরত।
খেলার দুনিয়ায় তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এর আগে সুবেদার হিসেবে বিশিষ্ট সেবা পদক সম্মানেও ভূষিত হয়েছেন নীরজ। এবার সোনার ছেলের নামে স্টেডিয়ামের নামকরণ হতে চলেছে। পুণে সরফে নীরজের নামে স্টেডিয়ামের নাম ঘোষণার পাশাপাশি আরও ১৬ জন অলিম্পিয়ানকেও সংবর্ধনা জানাবেন রাজনাথ সিং (Rajnath Singh)।
Post a Comment