অজ্ঞান করার ওষুধ স্প্রে করে কৃষ্ণনগরে ৪টি বাড়িতে চুরি

Odd বাংলা ডেস্ক: বৃহস্পতিবার গভীর রাতে কৃষ্ণনগরের কোতোয়ালিতে পরপর চারটি বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সোনার গয়না ও নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে। কারও আলমারি ভেঙে, কারও আবার শোকেস ভেঙে রাতে কার্যত তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। এমনকী অজ্ঞান করার ওষুধ স্প্রেও করেছিল দুষ্কৃতীরা। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ চলছে।

ওই রাতে কোতোয়ালি পানিনালা এলাকার বাসিন্দা সুকুমার ঘোষ ঘুমিয়েছিলেন। হঠাৎই মোবাইল বেজে ওঠায় তাঁর ঘুম ভাঙে। তিনি বলেন, রাত প্রায় সাড়ে ৩টে। ভাই ফোন করে বলে, এলাকায় পরপর তিনটি বাড়িতে চুরি হয়েছে। ঘরের বাইরে আসতেই দেখি, মেন গেটে তালা দেওয়া অবস্থায় রয়েছে। অথচ পাশের একটি ছোট গেটের তালা ভেঙে ওই রাতে চোরেরা আমাদের বাড়িতে ঢুকেছিল। একটি ঘরের আলমারি, শোকেস ভেঙে সোনার গয়না ও নগদ প্রায় পাঁচ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। তালা ভেঙে একের পর এক বাড়িতে চুরির ঘটনা ঘটলেও কেউ টের পাননি। কারণ অপারেশন চালানোর আগে দুষ্কৃতীরা অজ্ঞান করার স্প্রে ব্যবহার করেছিল। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.