Odd বাংলা ডেস্ক: একটি ভিডিয়ো নেটপাড়ায় আলোড়ন ফেলেছে। যেখানে দেখা গিয়েছে, দ্বিতীয় ডিআরএস-এর নেওয়ার আগে পন্ত প্রথমেই বারণ করে দেননি। পরে বারণ করেছিলেন। ততক্ষণে ডিআরএস কল করে দিয়েছেন কোহলি। আর তার জন্য ভারত অধিনায়কের কাছে বকুনি খাচ্ছেন পন্ত। আসলে ডিআরএস নেওয়ার আগে পন্তের কাছে কোহলি জানতেও চেয়েছিলেন, কী সিদ্ধান্ত নেবেন! কিন্তু দোটনায় ছিলেন পন্ত। ডিআরএস নিয়ে নেওয়ার পর বিরাটকে বারণ করেন তিনি। তখন বিরাট বলেন, ডিআরএস নেওয়ার আগে পন্ত কেন তাঁকে বারণ করেননি! পরে বলে আর কী লাভ হবে! এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চলছে ব্যঙ্গ বিদ্রুপও।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
Post a Comment