Odd বাংলা ডেস্ক: অনুর্ধ্ব ১৯ বাংলা মহিলা ক্রিকেট দলে সুযোগ পেল চাঁচলের রাসমণি দাস। সিএবির চিঠি পাওয়ার পর শুক্রবার রাতেই কোচিং শিবিরে যোগ দিতে কলকাতা রওনা হয়ে হয়েছে সে। জেলায় এবারই প্রথম কোনও মেয়ে বাংলা ক্রিকেট দলের বাছাই পর্বে সুযোগ পাওয়ায় শুধু চাঁচল নয়, গোটা মালদা জেলাজুড়েই ক্রীড়া মহলে খুশির আবহ তৈরি হয়েছে। ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তাঁকে পুষ্পস্তবক ও বিশেষ উপহার দিয়ে সংবর্ধনা জানিয়েছেন। এহেন সংবর্ধনা পেয়ে খুশি রাসমণি ও তাঁর পরিবার।
বর্তমানে চাঁচল রানি দাক্ষায়ণী গার্লস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী রাসমনি দাস। খেলাধুলার পাশাপাশি সে পড়াশোনাতেও মেধাবী। বাবা রবীন্দ্রনাথ দাস ছোট ব্যবসায়ী। মা শম্পা দাস বিউটিশিয়ান। তিন বছর আগে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ক্রিকেট খেলতে শুরু করে সে। অল্প সময়ে নিজেকে গড়ে তোলে। এরমধ্যে জেলা মহিলা দলের হয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় টুর্নামেন্টে খেলেছে রাসমণি। দক্ষতাও দেখিয়েছে। যার ফলস্বরূপ ডাক পেয়েছে বাংলা অনুর্ধ্ব ১৯ বাংলা মহিলা দলে।
তবে সে কেবল একা নয়। সুযোগ পেয়েছে আরেকটি মেয়েও। নাম সুস্মিতা পাল। বাড়ি চোপড়া। সুস্মিতা প্রশিক্ষণ নিত বাড়ি থেকে ৪০ কিলোমিটার দূরে ইসলামপুরে ক্রিকেট অ্যাকাডেমিতে। তাঁর প্রশিক্ষক ছিলেন জয়ন্ত চন্দ। চলতি মাসের প্রথম সপ্তাহে অন্ধ্রপ্রদেশে খেলতে যান দু’জনেই। সেখানে ভাল পারফরম্যান্স দেখানোয় দু’জনেরই প্রাথমিক বাংলা দলে সুযোগ মেলে।
Post a Comment