IPL: মুম্বইকে হারিয়ে লিগ টেবিলের ৪ নম্বরে উঠে এল KKR

Odd বাংলা ডেস্ক: আইপিএলের দ্বিতীয় পর্বের শুরুতে জোড়া জয়। বৃহস্পতিবার আবু ধাবিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। ১৫.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মর্গ্যানের দল। দুরন্ত দুই তরুণ তুর্কি ভেঙ্কটেশ আইয়ার এবং রাহুল ত্রিপাঠী। মূলত দু'জনের ব্যাটে ভর করেই জয়ের লক্ষে পৌঁছে যায় কেকেআর। ৪২ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন ত্রিপাঠী। ৩০ বলে ৫৩ রান করে আইয়ার। এদিন মাত্র ১৩ রানে শুভমান গিল আউট হওয়ার পর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় দুই তরুণ নাইট। বুমরা ৩ উইকেট পেলেও দলের হার আটকাতে পারেনি। 

পরপর দুটো ম্যাচ হেরে হতাশ রোহিত শর্মা। হারের জন্য বোলিংকেই দায়ী করলেন মুম্বই অধিনায়ক। এদিন টসে জিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠায় মর্গ্যান। শুরুটা ভালোই করেছিলেন রোহিত-ডি'কক জুটি। পাওয়ার প্লে-তে অর্ধশতরানের গণ্ডি পার করে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ৯.২ ওভারে দলের ৭৮ রানের মাথায় রোহিত আউট হতেই ব্যাকফুটে চলে যায় মুম্বই। পরপর উইকেট হারাতে থাকে। আবার ব্যর্থ সূর্যকুমার, ঈশান কিষানরা। ৫৫ রান করেন ডি'কক। পোলার্ড ব্যাটে ঝড় তোলার চেষ্টা করলেও উইকেটে বেশিক্ষণ টেকেননি। শেষ ওভারে দুর্ধর্ষ বল করলেন ফার্গুসন। তুলে নেন ২ উইকেট। ৬ উইকেট হারিয়ে ১৫৫ রানে শেষ করে মুম্বই। রান তাড়া করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে অনায়াসেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নাইটরা। জোড়া জয়ে লিগ টেবিলের চার নম্বরে উঠে এল কেকেআর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.