টোকিও অলিম্পিকে সবচেয়ে বেশি সমকামী ক্রীড়াবীদ অংশগ্রহণ করেছেন

Odd বাংলা ডেস্ক: ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতায় সমকামী নারী-পুরুষ অংশগ্রহণ করে থাকেন। আন্তর্জাতিকভাবে এদের কোনো টুর্নামেন্টে অংশগ্রহণে বাধা নেই। বরং তাদের অধিক সুরক্ষার জন্য আছে বিশেষ নজর। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক। অনেক আগ থেকেই এই ক্রীড়া আসরে সমকামী নারী-পুরুষরা অংশগ্রহণ করে আসছে। এক সময় হিসাব রাখা হতো না। অনেকেই নিজের এই বিষয়টি গোপন রাখতো। কিন্তু বর্তমানে খুব কম-ই আছেন, যারা নিজেদের সমকামের কথা গোপন রাখে। এশিয়া মহাদেশে সমকামিতাকে অপরাধের দৃষ্টিতে দেখা হলেও ইউরোপ-আমেরিকার অধিকাংশ দেশে এতে কোনো বাধা নেই। বরং সমকামীদের সুরক্ষা দেয়ার জন্য আছে বিশেষ নজর।

এবারের টোকিও অলিম্পিকে প্রায় ১৩০ জন সমকামী অংশগ্রহণ করেছেন। আর তাঁরা সবাই একেবারে ওপেনলি, খোলাখুলি ভাবে নিজেদের সমকামী হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তার মধ্যে বিশেষ উল্লেখ যোগ্য কিছু খেলোয়াড়-


ব্রিটনি গ্রিনার একজন বাস্কেটবল প্লেয়ার। জন্মসূত্রে নারী। সম্প্রতি তিনি নিজের গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। 


নিক ওয়াগম্যান একজন ঘোড়াদৌড় প্রতিযোগী। সম্প্রতি নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে তাঁর প্রণয়ের কথা খোলাখুলি স্বীকার করেছেন।

হ্যানা রবার্টস জন্মসূত্রে একজন নারী। তবে সম্প্রতি তিনি তাঁর গার্লফ্রেন্ডকে বিয়ে করেছেন। তিনি একজন আমেরিকান ফ্রি সাইকেলিস্ট। এবারের অলিম্পিকে তিনি অংশগ্রহণ করেছিলেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.