সিনেমার কায়দায় আদালতকক্ষে গুলিবৃষ্টি! নিহত কুখ্যাত গ্যাংস্টার সহ ৪

Odd বাংলা ডেস্ক: দিল্লির রোহিণী কোর্টে গুলি চলার ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে রোহিনী আদালতের ২০৭ নম্বর ঘরে। ঘটনায় মৃত দিল্লির মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার জতিন্দর মান ওরফে গোগী। জানা গিয়েছে, এদিন আইনজীবীর বেশেই আদালতে প্রবেশ করেছিল ২দুষ্কৃতী। বিচারকের সামনে গোগীকে পেশ করা মাত্র, তারা গুলিতে ঝাঁঝরা করে দেয় কুখ্যাত গুন্ডাকে। সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশের স্পেশাল সেল পালটা গুলি চালায়। পুলিশের গুলিতে মারা যায় দুই দুষ্কৃতীও।

পুলিশের অনুমান, বিরুদ্ধ গোষ্ঠীর সদস্যরাই তাকে পরিকল্পিতভাবে গোগীকে খুন করেছিল এদিন। ঘটনায় গোগীর বিপক্ষ গ্যাংস্টার টিল্লু তাজপুরিয়ার গ্যাং যুক্ত থাকতে পারে বলেই অনুমান পুলিশের। জতিন্দর মান ওরফে গোগীর সঙ্গে সুনীল তাজপুরিয়া ওরফে টিল্লুর বিবাদ বহু পুরনো বলেই জানা গিয়েছে। যদিও দিল্লি পুলিশ কমিশনার রাকেশ আস্থানা জানিয়েছেন, এদিনের ঘটনাটি গ্যাংওয়ার নয়। কী কারণে আচমকা হামলা চালানো হল, তা খতিয়ে দেখছে পুলিশ। স্বাভাবিকভাবেই আদালত চত্বরে বিশৃঙ্খলা ছড়িয়েছে। সূত্রের খবর, ওই ঘটনায় মোট চারজন মারা গিয়েছে। পাশাপাশি, এদিনের গুলিবৃষ্টির জেরে আদালতে উপস্থিত কয়েকজন গুরুতর আহতও হয়েছেন।

উল্লেখ্য, দু’ বছর আগে জিতেন্দ্র এবং তার সহকারী কুলদীপ ফাজ্জাকে হরিয়ানার গুরগাঁও থেকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশের স্পেশাল সেল।গত ২৫ মার্চ পুলিশের হেফাজত থেকে পালিয়ে গিয়েছিল কুলদীপ। সে সময় GTB হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। গোগির ডানহাত হিসেবে পরিচিত কুলদীপকে খুঁজতে শুরু করেছিল দিল্লি পুলিশ। ওইদিন রাতেই এনকাউন্টারে মারা যায় একসময়ের টপার কুলদীপ।

স্পেশাল সেলের অধিকারিকদের দাবি, গোগীর গ্যাংয়ের সঙ্গে ৫০ জনেরও বেশি যুক্ত রয়েছে। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিন বিচারকের সামনেই গুলি চালানোর ঘটনা ঘটেছে এদিন। সর্বোপরি বিচারকের আসনের এক মিটারের মধ্যেই গুলি চলেছে বলে অভিযোগ। ফলত নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.