এখন কেমন হয় উত্তম কুমারের পাড়ার পুজো

Odd বাংলা ডেস্ক: শহর কলকাতার পুজোর একটা মোটামুটি চিত্র লক্ষ্য করলে দেখা যায়, বনেদিয়ানা উত্তরে, আর দক্ষিণে থিমের বাহার। সেই থিমের সমারোহে দক্ষিণের পুজোগুলির মধ্যে বনেদিয়ানার ছাপ ফেলেছে মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত লেডিস পার্ক ভবানীপুর মহাপুজো কমিটি। সর্বজনীন হলেও, এখানে রয়েছে বনেদিয়ানার ছোঁয়া। বনেদিবাড়ির ধাঁচে একচালার প্রতিমার সঙ্গে সামঞ্জস্য রেখে মহিষাসুরসহ অন্যান্য দেবদেবীর মূর্তি শোভা পায়। চন্দননগরের প্রাচীণ জগদ্ধাত্রী দেবী বুড়িমার আদলে গড়ে তোলা প্রতিমার অঙ্গে ডাকের সাজ। 

দক্ষিণ কলকাতার এই পুজোটির সঙ্গে জড়িয়ে রয়েছে মহানায়ক উত্তম কুমারের নাম। এটি মহানায়কের পাড়ার পুজো।  যতদিন জীবিত ছিলেন এই পুজোমণ্ডপে আসতেন মহানায়ক উত্তম কুমার, পুষ্পাঞ্জলিও দিতেন এখানেই।

পুজোকে ঘিরে নানা আয়োজনেও এখানে দৃষ্টান্ত তৈরি করেন প্রতি বছর উদ্যোক্তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.