পদবির সঙ্গে ‘অশ্লীল’ শব্দের মিল থাকায় চাকরি পেতে হয়রানি নারীর!

Odd বাংলা ডেস্ক: নাম এবং অদ্ভুত পদবির কারণে অনেক সময় নানা উপহাসের মুখে পড়তে হয়। অনেকেই এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। তা হতে পারে স্কুল, কলেজ, বন্ধু-বান্ধব বা কর্মপ্রতিষ্ঠান। তবে অদ্ভুত পদবির কারণে চাকরি পেতে সমস্যা হয়েছে, এমন ঘটনা খুব কমই শোনা গিয়েছে। 
সম্প্রতি তেমন ভয়ানক অভিজ্ঞতার শিকার হয়েছেন এক নারী। শুধুমাত্র পদবির সঙ্গে একটি ‘অশ্লীল’ শব্দের মিল থাকায় চাকরির আবেদনপত্রই গ্রহণ করা হয়নি।

জানা যায়, তিনি অসমের গুয়াহাটির বাসিন্দা। নাম তার প্রিয়ঙ্কা। তিনি আদিবাসী সম্প্রদায়ের। প্রিয়ঙ্কা যে সম্প্রদায়ের সেখানে দুই ধরনের পদবির চল রয়েছে। তারই একটি ‘চুতিয়া’। 

প্রিয়ঙ্কার দাবি, যখনই কোনো চাকরির ফর্ম পূরণ করেছেন তার ‘চুতিয়া’ পদবির জন্য অনলাইন সফটওয়্যার সেটাকে অশ্লীল শব্দ হিসেবে চিহ্নিত করে তা বাতিল করেছে। ফলে আবেদন করেও তার নাম বাতিল হয়েছে শুধুমাত্র অশ্লীল শব্দের সঙ্গে পদবির মিল থাকার জন্য! অনেক বেসরকারি সংস্থাও তার এই পদবির জন্য আবেদনপত্র বাতিল করেছে বলেও দাবি প্রিয়ঙ্কার। তবে শেষ পর্যন্ত তার এই পদবির ব্যাখ্যা দেওয়ার জন্য নেটমাধ্যমকে বেছে নেন প্রিয়ঙ্কা। একই সঙ্গে তার সমস্যা সম্পর্কেও জানান। 

প্রিয়ঙ্কা জানান, যখনই কোনো চাকরির ইন্টারভিউ দিতে যেতেন, তার পদবি শুনে সবাই উপহাস করতেন। তার কথায়, 'লোকজনকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গিয়েছি যে, আমার পদবি কোনো অশ্লীল শব্দ নয়। নিছকই পদবি। আমাদের সম্প্রদায়ে এই পদবিই অধিকাংশ মানুষের।' বার বার আবেদনপত্র বাতিল হয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত এক সংস্থায় তাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে বলে জানিয়েছেন প্রিয়ঙ্কা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.