চুক্তি ভিত্তিক শিক্ষকদের বদলি কীভাবে? প্রশ্ন করল হাইকোর্ট

Odd বাংলা ডেস্ক: চুক্তিভিত্তিক শিক্ষক বদলি নীতি নিয়ে, এবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য। সরকারকে অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে আদালত। গত ২৪ অগাস্ট, বদলি, বেতন বৈষম্য-সহ একাধিক অভিযোগে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখানোর সময় আত্মহত্যার চেষ্টা করেন পাঁচজন শিক্ষিকা। তাঁদের মধ্যেই রয়েছেন হুগলির বলাগড়ের এক শিক্ষিকা।

 তাঁকে বলাগড় থেকে বদলি করা হয়েছে মালদার রতুয়ায়। যার প্রতিবাদে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন শিশুশিক্ষা কেন্দ্রের এই শিক্ষিকা। সেই মামলার শুনানির পর মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, এমন বদলির কোনও নিয়ম নেই।  চুক্তিভিত্তিক শিক্ষকদের বদলির কোনও নির্দিষ্ট নীতি নেই। তাহলে কীসের ভিত্তিতে বদলি করল রাজ্য সরকার? কোন ক্ষমতাবলে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত? বুধবারের মধ্যে অবস্থান স্পষ্ট করতে হবে সরকারকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.