পৃথিবীর খুব কাছে এক শূণ্য রাজ্যের সন্ধান

Odd বাংলা ডেস্ক: পৃথিবীর খুব কাছে এক শূণ্য গহ্বরের হদিশ মিললো। খুব দূরে নয়। ব্রহ্মাণ্ডে আমাদের ঠিকানা মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথেই। পৃথিবী থেকে মাত্র ৭০০ আলোকবর্ষ (আলোর গতিবেগে ছুটলে এক বছরে যতটা দূরত্ব অতিক্রম করা যায়) দূরে।

কোন নিয়মে চলে ব্রহ্মাণ্ডের সেই নেই রাজ্য, বিজ্ঞানীদের জানা নেই। তাই সেই মুলুকের নিয়ম ভাঙার নৈরাজ্যও ধরা পড়েনি তাঁদের চোখে। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স’-এর জ্যোতির্বিজ্ঞানীদের নজরেই প্রথম ধরা পড়েছে ব্রহ্মাণ্ডের সেই রহস্যে মোড়া নেই রাজ্যের মুলুক। যার ব্যাসও মোটেই কম নয়। অন্তত ৫০০ আলোকবর্ষ। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’-এ।

আরও অবাক করা বিষয় হল এই গহ্বরের ভেতরে নেই কোনও বস্তুর বিশেষ আন্দোলন। শূণ্যতা বুকে নিয়েই বয়ে চলেছে এই গহ্বরটি। কয়েক কোটি বছর ধরে বয়ে চলেছে এটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.