বিবাহিত না হলে পার্কে ঘনিষ্ট হওয়া নিষিদ্ধ, প্রশাসনিক কর্তারা কি যৌন ঈর্ষায় ভুগছেন?


Odd বাংলা ডেস্ক: বাড়িতে বাবা-মা বিয়েতে রাজি নয়। জাতের ছেলে নয় বা গরীব ঘরের মেয়ে। কিন্তু মনের মানুষ বেছে নেওয়ার অধিকার তো সবারই আছে। পরিবার নীতি পুলিশি করলেও সাহসী ছেলে বা মেয়ে একে অপরের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসে। এই প্রণয়ের সময়গুলো, যখন ২ জনের মধ্যে সম্পর্কটা একটু পরিণত হচ্ছে তখন ছেলে মেয়ে ২টি একটু একাকিত্ব পেতে বিভিন্ন পার্কে বা সিনেমাহলে যায়। 

অন্ধকারে একে অপরের সঙ্গে একটু ঘনিষ্ট হতে। সেখানে কাজ করে ওই উভয় নর-নারীর একে অপরের প্রতি আকর্ষণ। কিন্তু তাতেও সমস্যা। হিসেব কষলে দেখা যাচ্ছে দেশের সবচেয়ে উন্নয়নশীল যে শহরগুলি যেমন মুম্বই, দিল্লি সেখানেই পার্কে প্রেম করা নিষিদ্ধ। রীতিমতো পোস্টার লাগানো পার্কে। 
 

Why not make YET ANOTHER app to verify married couples wanting to visit the park. Can call it O-WIN.



— वरुण 🇮🇳 (@varungrover) August 26, 2021

এই নিয়ে নীতিপুলিশি যেন একটু বেশিই বেড়ে চলেছে। যদিও কলকাতার বুকে কোনও পার্কে এমন কোনও বোর্ড চোখে পড়েনি, তবে এখানে ছেলে-মেয়েদের প্রেমে বাধা কিছু বিকৃত মনস্ক মানুষ। যাঁরা পার্কে কেউ প্রেম করলে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। বিষয়টা খুবই অস্বস্তিকর। সমস্যাজনক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.