বয়স্কদের জন্য ট্রেনে নিশ্চিতভাবে লোয়ার বার্থ পেতে কী করবেন, জেনে নিন এখনই
Odd বাংলা ডেস্ক: ট্রেনে সফর করার সময় এসি থ্রি টিয়ার হোক, কিংবা টু টিয়ার, লোয়ার বার্থ পাওয়ার জন্য অনেকেই চেষ্টা করেন, বিশেষত সঙ্গে বয়স্ক মানুষ থাকলে তো প্রয়োজনটা আরও বেশি। বুকিংয়ের সময়েই লোয়ার বার্থ কনফার্ম হয়ে গেলে ভাল,আর তা না হলে ট্রেনে উঠেই তা ‘ম্যানেজ’ করতে হয়৷ কিন্তু সমস্যাটা হল, পাওয়াটাই৷ কেন লোয়ার বার্থ সবসময়ে প্রবীণদের জন্য পাওয়া সম্ভব হয় না, তার কারণ জানিয়েছে আইআরসিটিসি ৷
প্রবীণদের জন্য কী ভাবে কোটার সুবিধা নিয়ে অনলাইনে টিকিট কাটার সময় লোয়ার বার্থ বুকিং করা যায়, সম্প্রতি তা জানতে এক ব্যক্তি রেলমন্ত্রীকে ট্যুইটারে লিখে ট্যাগ করেন৷ তিনি জানান, মোট তিন জন প্রবীণের টিকিট তিনি কাটলেও মাত্র একজনেরই লোয়ার বার্থ কনফার্ম হয়েছিল৷ বাকি দুটি সিট ছিল আপার এবং লোয়ার৷ কিন্তু কোনও বয়স্ক ব্যক্তির পক্ষে আপার বার্থে ওঠা করা প্রায় অসম্ভব৷এই সমস্যার যাতে সমাধান করা যায়, তা জানিয়েই ট্যুইট করেছিলেন ওই ব্যক্তি৷ আইআরসিটিসি-র পক্ষ থেকে তাঁকে এর জবাবও দেওয়া হয়েছে ট্যুইটে ৷
ট্যুইটে জানানো হয়, প্রবীণ নাগরিক পুরুষদের ক্ষেত্রে ৬০ এবং মহিলাদের ক্ষেত্রে ৪৫ বছর বয়সীদের ক্ষেত্রেই কনফার্ম লোয়ার বার্থ বুক করা সম্ভব৷ কিন্তু একসঙ্গে তিনজন বা তার বেশি প্রবীণের টিকিট কাটলে সবার জন্য লোয়ার বার্থ বুক করা সম্ভব হয় না৷ শুধুমাত্র একজন বা দু’জনের জন্য টিকিট কাটলেই নিশ্চিত লোয়ার বার্থ পাওয়া সম্ভব৷ অর্থাৎ,প্রবীণ নাগরিকদের জন্য নিশ্চিত লোয়ার বার্থ পাওয়ার কোটার সুযোগ নিতে হলে তাঁদের টিকিট আলাদা করেই কাটতে হবে। ওই কোটার সুবিধা পাওয়ার জন্য সর্বধিক দু’জন সিনিয়র সিটিজেনের টিকিট কাটা যেতে পারে। তাহলেই নিশ্চিতভাবে লোয়ার বার্থ পাওয়া সম্ভব৷@IRCTCofficial what logic do you run for seat allocation, I had booked tickets for 3 senior citizens with preference of lower berth , there are 102 berths available, yet allocated berths are middle, upper and side lower. U need to correct same.@AshwiniVaishnaw
— jitendra S (@jitendrasarda) September 11, 2021
Post a Comment