ঠাকুরঘরে ভুলেও এই জিনিসটি রাখবেন না জ্বলে পুড়ে শেষ হবে সংসার…

Odd বাংলা ডেস্ক: ঠাকুরঘরে দেব দেবীর উপাসনা করলে তারা প্রসন্ন হন। তাদের আশীর্বাদে জীবনে আসে শান্তি। কিন্তু আপনি কি জানেন ঠাকুরঘরে পুজো করার সময় কয়েকটি বিষয়ে একান্তভাবে খেয়াল রাখা দরকার, নাহলে তারা রুষ্ট হতে পারেন। সনাতন ধর্ম জানাচ্ছে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে। এই সম্পর্কে বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

প্রত্যেকের বাড়িতেই ঠাকুরঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু এই ঠাকুরঘরেরও কয়েকটি নিয়ম আছে। এমনকি সেখানে কয়টি মূর্তি রাখবেন, কোন কোন দেবতা রাখবেন তারও একটি নিয়ম রয়েছে। ঠাকুরঘরে গণেশের তিনটি মূর্তি থাকলে বাড়িতে অশুভ প্রভাব পরে। তাই ভুলেও ঠাকুরঘরে গণেশের তিনটি মূর্তি রাখবেন না।

ঠাকুরঘরে কোন দেবতাকে পিছন করে রাখতে নেই। বাড়ির ঠাকুরঘরে নটরাজের ছবি বা মূর্তি রাখা উচিৎ নয়। কারণ তা ধ্বংসের সুচনা করে। এমন ছবি বাড়িতে রাখলে ঘর সংসার জ্বলে পুরে শেষ হতে পারে।

ঠাকুরঘরে দুইটি শিবলিঙ্গ রাখা বিপদজনক। কারণ একই দেবতার একাধিক মূর্তি সৌভাগ্যের বদলে দুর্ভাগ্যকে ডেকে আনতে পারে। এর ফলে সাংসারিক শান্তি বিঘ্নিত হতে পারে। এমনকি দ্রারিদ্রতা গ্রাস করতে পারে আপনাকে।

ঠাকুরঘরে মৃত ব্যাক্তির ছবি রাখা একেবারেই উচিৎ নয়। যদিও হিন্দু ঘর্মে ঠাকুরঘরে মৃত ব্যাক্তির ছবি রাখার রীতি রয়েছে। কিন্তু বাস্তু শাস্ত্র বলছে এটা একেবারেই ভুল, এমনটা কখনোই করা উচিৎ নয়, এতে হিতে বিপরিত হতে পারে। বাস্তু শাস্ত্রে বলা হয়ে থাকে ঠাকুরঘরে মৃত ব্যক্তির ছবি দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসে। কারণ এক্ষেত্রে দেবতার সঙ্গে সাধারণ মানুষের তুলনা করা হচ্ছে।

রাধা কৃষ্ণের ছবি বা মূর্তির সাথে মীরাবাঈের ছবি বা মূর্তি রাখা অনুচিৎ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি ঠাকুরঘরে রাখলে অন্য দেবতার মূর্তির সঙ্গে এক আসনে রাখবেন না।

এছাড়াও চেষ্টা করুন যেন বাড়িতে আলাদা করে ঠাকুরঘর থাকে। ঠাকুরঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঠাকুরঘরের পাশে বা কাছাকাছি রান্নাঘর বা বাথরুম রাখা উচিৎ নয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.