আপনার কাছে এই পুরাতন নোটগুলি থাকলে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন
Odd বাংলা ডেস্ক: আসুন আমরা আপনাকে পাঁচ টাকা এবং দশ টাকার এমন মুদ্রাগুলির সম্বন্ধে বলি যার ওপর মা বৈষ্ণব দেবীর ছবি আছে। গণমাধ্যমে বলা হয়েছে মানুষ এই কয়েন কেনার জন্য লাখ লাখ টাকা দিতে প্রস্তুত। এক টাকার পুরনো নোটের 1957 সালের গভর্নরের স্বাক্ষর আছে সেই নোট কয়েক হাজার টাকায় বিক্রি হতে পারে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর সিভি দেশমুখ স্বাক্ষরিত 1943 সালের দশ টাকার নোটের প্রচুর চাহিদা রয়েছে। 1862 সালের রানী ভিক্টোরিয়ার মুদ্রার জন্য মানুষ দেড় লক্ষ টাকা পর্যন্ত দিতে প্রস্তুত। পুরনো নোট এবং এই কয়েনগুলির চাহিদার ওপর ভিত্তি করে বিভিন্ন অনলাইন মাধ্যমে বিক্রি করা যেতে পারে যেখানে পুরাতন পণ্য ক্রয় এবং বিক্রয় হয়।
Post a Comment