করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল স্বনামধন্য ওঝার! কাজে দিল না ‘পবিত্র জল’-এর টোটকা
Odd বাংলা ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল শ্রীলঙ্কার নামকরা ওঝা এলিয়ান্ত হোয়াইট-এর। কভিড-১৯ প্রাদুর্ভাবের পর তিনি সবাইকে ‘পবিত্র জল’ ব্যবহার করে মহামারি নিরাময়ের কথা বলেছিলেন। কিন্তু সেই তিনিই করোনায় প্রাণ হারালেন তিনি। বৃহস্পতিবার পরিবারের সদস্যরা জানায়, এলিয়ান্ত হোয়াইট করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।
গত বছরের নভেম্বরে এলিয়ান্ত ক্রীড়াবিদ ও শীর্ষ রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, তিনি নদীতে পবিত্র জল ঢেলেই ভারত ও শ্রীলংকার করোনা মহামারি দূর করতে সক্ষম। এলিয়ান্তর পরিবার সূত্রে জানা যায়, তিনি করোনার টিকা নিতে অস্বীকার করেছিলেন।
শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী পবিত্র ওয়ান্নিয়ারাচ্চি এই ‘পবিত্র জল’-এর সাহায্যে চিকিৎসারও কথা বলেছিলেন। কিন্তু দু'মাস পর তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁর পদাবনতি হয়,এমনকি নিজের দপ্তরও হারিয়েছেন। তবে মন্ত্রিসভায় বহাল রয়েছেন।
২০১০ সালে ক্রিকেটের শচীন টেন্ডুলকার তাঁর হাঁটুর ব্যথা সারানোর জন্য এলিয়ান্তকে প্রকাশ্যে ধন্যবাদ জানান। এরপর আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর সুনাম বেড়ে যায়। এ ছাড়া এলিয়ান্ত আরও দুই ক্রিকেটার গৌতম গম্ভীর ও আশিষ নেহরার চিকিৎসাও করিছেন।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষা সেদেশের কয়েকজন প্রথম সারির রাজনীতিবিদের চিকিৎসা করেছেন এলিয়ান্ত। তার মৃত্যুর পর মাহিন্দা রাজাপক্ষা টুইট করে শোক প্রকাশ করেছেন।
I’m deeply saddened by the sudden passing of Dr. Eliyantha White. My deepest condolences to his friends and family during this difficult time. His legacy will continue to live through all the lives, he touched and healed of various ailments. pic.twitter.com/UzlqHNsPgc
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) September 23, 2021
Post a Comment