নিম্নচাপের জোড়া ফলায় বিদ্ধ বাংলা, আর কতদিন চলবে বৃষ্টি?
Odd বাংলা ডেস্ক: পুজো পুজো গন্ধের মাঝে থেকে থেকেই আকাশের মুখ ভার।বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস (Weather Update) দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সেদিকেই চোখ রাজ্যবাসীর। তবে কিছুটা হলেও স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, আগামী ১২ ঘণ্টায় কমবে বৃষ্টির দাপট। ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর থেকে চাঁদবালির কাছে ওড়িশার স্থলভাগে ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে। যা ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ের দিকে যাচ্ছে। এর প্রভাবেই ওড়িশায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার জেরেই জেলায় জেলায় চলছে ভারী বৃষ্টিপাত। তবে আগামী ১২ ঘণ্টায় ১২ ঘণ্টায় হাওয়ার গতি কিছুটা কমবে। বৃষ্টি চললেও দাপট কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবারের পর মঙ্গলবারও কলকাতায় দিনভর মেঘলা আকাশ থাকবে। মাঝেমধ্যেই বইবে ঝোড়ো হাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি চলতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। তবে বুধবার থেকে এই সমস্ত জেলাতেই কমবে বৃষ্টির পরিমাণ। আবহাওয়ার উন্নতি হবে। তবে এখনও সমুদ্র উত্তাল থাকায় বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টিতে শহর আবার জলমগ্ন হতে পারে। ফলে আগে থেকেই সতর্ক করেছে আবহাওয়া দফতর। দুর্ঘটনা আর ভোগান্তি এড়াতে শহরের রাস্তাঘাটের পরিস্থিতি নিয়ে তৎপর প্রশাসন।
Post a Comment