২০ বার অস্ত্রোপচার করে বিশ্বের সবচেয়ে বড় ঠোঁট বানা‌লেন তি‌নি

 


Odd বাংলা ডেস্ক: কথায় বলে, শখের তোলা আশি টাকা! আসলেও আমরা বুঝি তাই। সাধারণ মানুষদের স্বপ্ন আর শখ সবই হয়ে থাকে সাধারণ। আর অসাধারণ মানুষদের শখগুলোও যেন তাদের মতো। ঠিক যেমন- বুলগেরিয়ার তরুণী অ্যান্ড্রিয়া ইভানোভা। 


তিনি নিজের ঠোঁট বড় বানাতে গিয়ে ২০ বার অস্ত্রোপচার করাতে হয়। নিজেকে ‘বার্বি’ পুতুলের মতো সাজানোর তাগিদে একের পর এক অস্ত্রোপচার করিয়ে গিয়েছেন ঠোঁটে। তার জন্য কয়েক হাজার পাউন্ড খরচও করেন।


ইভানোভা বলেন, 'তার ঠোঁটে ১৭ বার হায়লুরোনিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছে। যার ফলে ঠোঁট স্বাভাবিক অবস্থার তুলনায় চার গুণ বড় হয়ে গিয়েছে।'


তিনি জানিয়েছেন, ঠোঁটের আকার দেখে চিকিৎসকরা জানিয়েছেন এটাই যথেষ্ট। তবে তিনি এতে খুশি নন। আরো বড় ঠোঁট বানাতে চান। ফলে আরো দুইটি অস্ত্রোপচার করার প্রয়োজন। ইভানোভার এই অদ্ভুত কাণ্ড দেখে অনেকেই তার স্বাস্থ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। 


নেটিজেনদের ট্রোলেরও শিকার হতে হয়েছে তাকে। তবে এ সব নিয়ে ভাবিত নন ইভানোভা। তার একটাই লক্ষ্য আরো বড় ঠোঁট কীভাবে বানানো যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.