৭ কোটি বছর আগে এই ডাইনোসর ব্রাজিলে ঘুরে বেড়াত

Odd বাংলা ডেস্ক: বিজ্ঞানীরা ডাইনোসরের এক নতুন প্রজাতি আবিষ্কার করলেন। ব্রাজিল থেকে এই ফসিলটি আবিষ্কার করে বিজ্ঞানীরা জানাচ্ছেন, ডাইনোসরের এই প্রজাতিটি প্রায় ৭ কোটি বছর আগে দক্ষিণ-পূর্ব আমেরিকায় ঘুরে বেড়াত। 

পেলিওঅন্টোলজির একটি দল এই নতুন জীবাশ্ম আবিষ্কার করে আপ্লুত। ব্রাজিলের মন্টে অল্টো এলাকা থেকে পাওয়া এই জীবাশ্ম ডাইনোসর চর্চায় নতুন দিগন্ত খুলে দিয়েছে।

প্রসঙ্গত, ভৌগোলিকভাবে এই অঞ্চল বরাবরই ডাইনোসর চর্চায় নতুন নতুন গবেষণার দরজা খুলে দিয়েছে। জুগিয়েছে নানা রসদ। এই ডাইনোসর প্রজাতির নাম ‘কুরুপি ইটাটা’। 

গবেষণার নেতৃত্বে যিনি আছেন তিনি জানান, এই ‘কুরুপি ইটাটা’ চতুষ্পদ ডাইনোসর, এর দৈর্ঘ্য ১৬ ফুট। পরীক্ষায় জানা গেছে, এই ধরনের ডাইনোসরের পেশি ও হাড়ের সংস্থান থেকে বোঝা যাচ্ছে, এরা ভালোরকম দৌড়াত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.