এক ডালেই সাড়ে ৮০০ টমেটো, গিনেস বুকে নাম
Odd বাংলা ডেস্ক:একটি গাছে ৮৩৯টি টমেটো। গাছে বললেও বিষয়টি কম বলা হয়। মূলত একটি ডালে ফলেছে ৮৩৯টি টমেটো। টমেটোগুলো দেখতে ছোট। এই জাতের টমেটোর নাম চেরি টমেটো। ব্রিটেনের এক ব্যক্তি এক ডালে ৮৩৯টি টমেটো ফলিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছেন।
জানা যায়, ৪৩ বছর বয়সী ওই ব্যক্তির নাম ডগলাস স্মিথ। তিনি একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তা। চাষাবাদ তার ভালো লাগার জায়গা। সেই ভালো লাগা থেকেই গিনেস রেকর্ডের চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি। প্রথমে বীজ থেকে টমেটো গাছের চারা বানান স্মিথ। পরে সেই চারাগাছের যত্ন নিয়েই সাফল্য অর্জন করেন তিনি। তার সাফল্যের রাস্তায় পৌঁছনোর কথা পড়তে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তা ছিল না।
তিনি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মী। আর কর্মী হওয়ায় এমনিতেই কাজের চাপ খুব বেশি। অনেক সময় অফিসে কাটাতে হয় তাকে। তার বাইরেও সময় বের করতে হয়েছে গাছের যত্ন নেওয়ার জন্য। মূলত ছুটির দিনেই গাছের দেখভাল করার সময় পেতেন তিনি। প্রতি সপ্তাহে ওই ছুটির দিনে তিন থেকে চার ঘণ্টা বরাদ্দ থাকত গাছের জন্য।
টমেটোগউলো তোলার সময় স্থানীয় পুলিশকেও খবর দিয়েছিলেন স্মিথ। যাতে সত্যিই যে গাছের একটি ডালে এতগুলো টমেটো ফলেছিল, তার প্রমাণ থেকে যায়। ওই একটি ডালে ৮৩৯টি টমেটো ফলেছিল। যা দেখে অবাক হয়ে যান স্থানীয়েরা। স্মিথের আগে টমেটো ফলানোর রেকর্ড ছিল গ্রাহাম ট্যান্টার নামে এক ব্যক্তির।
গ্রাহামের রেকর্ড ভেঙে ফেলেছেন স্মিথ। ২০১০ সালে গ্রাহাম একটি ডালে ৪৪৮টি টমেটো ফলিয়ে রেকর্ড করেছিলেন। ১১ বছর পর তার দ্বিগুণ টমেটো ফলালেন স্মিথ। এই প্রথম চাষাবাদে রেকর্ড করলেন না তিনি, এর আগে ব্রিটেনের সবচেয়ে বড় টমেটো গাছ জন্মানোর রেকর্ডও রয়েছে।
Post a Comment