ছবি @ |
Odd বাংলা ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে কোনদিনই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তা সে টি-টোয়েন্টি হোক বা ওয়ান ডে। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপের খেলায় ডারবানে প্রথমবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচ টাই হয়। তারপর এই দুই দেশ ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলে। যেখানে উত্তেজক ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে বিশ্বকাপ জেতে ভারত। এরপর শ্রীলঙ্কায় ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে অনায়াসেই ৮ উইকেটে হারায় ভারত। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ঢাকায় পাকিস্তানকে ৮ উইকেটে হারায় ভারত।
কিন্তু রবিবারের ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। শুরুতেই শাহিন আফ্রিদির দুর্দান্ত বোলিং। তাঁর বোলিং এর ঝড়ে ১ম ওভারেই আউট হলেন হিট ম্যান রোহিত শর্মা। তৃতীয় ওভারের প্রথম বলেই কেএল রাহুলের উইকেট তুলে নিলেন শাহিন শাহ আফ্রিদি। মাত্র ৩ রান করে সাজঘরে ফিরলেন রাহুল। পাকিস্তানকে দ্বিতীয় উইকেটও এনে দিলেন শাহিন শাহ আফ্রিদি।
Post a Comment